Top Newsআন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ

মোহনা অনলাইন

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে সামিল হতে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। আগামী রোববার, একটি মানবিক জাহাজে করে তিনি এবং অন্যান্য কর্মীরা গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এই অভিযানের আয়োজন করেছে ফ্রিডম ফ্লোটিলা, যা গাজার জন্য মানবিক সাহায্যের ওপর ইসরাইলের ২ মার্চ আরোপিত অবরোধের বিরোধিতা করছে।

ভ্রমণে অংশগ্রহণকারী ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান বলেন, এই অভিযানের লক্ষ্য ছিল মানবিক অবরোধ এবং চলমান গণহত্যার নিন্দা করা, ইসরাইলের বিরুদ্ধে দায়মুক্তি তুলে ধরা এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা। হাসান অতীতে মধ্যপ্রাচ্য সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেও বর্তমানে সে মনোভাব থেকে বেরিয়ে এসেছেন।

তিনি জানিয়েছেন, “আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মিশনের সফলতার জন্য জনসাধারণের সমর্থন জরুরি।”

এদিকে, থানবার্গের এই মাসের শুরুতে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া জাহাজটি জখম হয়। কর্মীরা সন্দেহ করছেন, ইসরাইলি ড্রোন এই হামলার জন্য দায়ী। গাজায় সাম্প্রতিক সাহায্য পাঠানো ফেরত আসা শুরু হয়েছে, যা মানবিক গোষ্ঠীগুলিকে উদ্বেগে ফেলছে, কারণ অঞ্চলটি এখন ব্যাপক দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button