বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুক আহমেদ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এনএসসি থেকে ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়ার পর, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল নতুন বোর্ড সভাপতি হতে যাচ্ছেন।
এনএসসি আজ বিকেলের আগেই আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক হিসেবে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করবে। এরপর বিসিবিতে জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হবে এবং নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করবেন। সবকিছু ঠিক থাকলে আজই আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি পদে আসছেন।
বিসিবির ৮ পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেন। পরিচালকদের ওই অনাস্থা প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের মনোনয়ন বাতিল করে। এর ফলে বিসিবির প্রেসিডেন্ট পদ শূন্য হয়ে পড়ে।
আইসিসিতে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করা সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেটের সভাপতির ভূমিকায় দায়িত্ব নিতে রাজি হয়েছেন। তিনি ফারুক আহমেদের পর দ্বিতীয় বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বোর্ড সভাপতি হতে যাচ্ছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাঁকে পরিচালক হিসেবে মনোনীত করে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির প্রেসিডেন্ট পদে বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে তাঁকে ফারুক আহমেদের জায়গায় কাউন্সিলর হিসেবে অনুমোদন দিয়েছে এনএসসি। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে।



