Top Newsজাতীয়

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই বাংলাদেশের

মোহনা অনলাইন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৩০ মে) টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, প্রথম সমঝোতা স্মারকটি জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিআইসি) এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে। এই চুক্তির মাধ্যমে জ্বালানি খাতে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা বৃদ্ধি পাবে।

দ্বিতীয় স্মারকে বিএসইজেডের জমি লিজ চুক্তির জন্য ওএনওডিএ ইনকর্পোরেটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেড স্বাক্ষর করেছে। এটি জাইকার গ্যাস মিটার ইনস্টলেশন প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে।

তৃতীয় স্মারকটি বাংলাদেশ ন্যাক্সিস কোং লিমিটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে জমি সাবলিজ চুক্তির জন্য। ন্যাক্সিস বিএসইজেডের কারখানায় পোশাক আনুষঙ্গিক উৎপাদনের পরিকল্পনা করছে।

চতুর্থ স্মারকটি গ্লাগিট ও মুসাশি সেইমিৎসু ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিআইডিএ) ব্যাটারিচালিত সাইকেল ও বৈদ্যুতিক মোটরসাইকেল উৎপাদনের জন্য সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত করে।

পঞ্চম স্মারকে সাইফার কোং লিমিটেড ২০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে তথ্য সুরক্ষার জন্য একটি জাতীয় পাইলট প্রকল্প চালু করবে। এই প্রকল্পের লক্ষ্য বাংলাদেশকে একটি কোয়ান্টাম-রেজিলিয়েন্ট ডিজিটাল অর্থনীতিতে পরিণত করা।

ষষ্ঠ স্মারকটি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এবং বিআইডিএর মধ্যে। এটি ইন্টিগ্রেটেড সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম (আইএসডব্লিউপি) এর প্রাথমিক পর্যায়ের উন্নয়নে প্রযুক্তিগত এবং ইন-কাইন্ড সহায়তা প্রদান করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং বলেন, “এখন এটি বাস্তবায়ন করা আমাদের কাজ। আমি অনুপ্রাণিত…”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button