বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের পক্ষে। তিনি প্রশ্ন করেন, কেন প্রধান উপদেষ্টা বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, তা বোধগম্য নয়।
আজ শুক্রবার (৩০ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অসহায়দের মাঝে কাপড় বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার দাবি যে কেবল একটি দল নির্বাচন চায়, এটি সঠিক নয়। তিনি জানান, যথেষ্ট তথ্য না থাকার কারণে এমন মন্তব্য করা হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদানের ঘোষণা করবেন বিএনপি।
তিনি বলেন, যে সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে, তা চলমান প্রক্রিয়া। সংস্কার কখনো শেষ হয় না; এটি অব্যাহত থাকতে হবে। এছাড়াও, শেখ হাসিনা ও তার সহযোগীদের সব অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে।



