প্রায় তিন দশক ধরে সিনেমা জগতের সঙ্গে যুক্ত আরশাদ ওয়ারসি। বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করলেও, সম্প্রতি তিনি ভারতের শেয়ার বাজারে বেআইনি লেনদেনে জড়িয়ে পড়েছেন।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) আরশাদ ও তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ৫ লক্ষ টাকার জরিমানা করার নির্দেশ দিয়েছে।
এছাড়া, ১.০৫ কোটি টাকার অবৈধ লাভ ফিরত দেওয়ার কথাও বলা হয়েছে। ২০১৬ সাল থেকে দু’টি ইউটিউব চ্যানেলে শেয়ার বাজার নিয়ে ভিডিও পোস্ট করা হচ্ছিল, যেখানে একটি টেলিভিশন চ্যানেলের শেয়ার মূল্য বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছিল। পরে ওই চ্যানেলের শেয়ার কেনাবেচা হঠাৎ বৃদ্ধি পায়, যা সেবির নজরে আসে। সেবি তদন্তে জানতে পারে, ওই চ্যানেলের শেয়ারের মূল্য কারচুপি করে বাড়ানো হয়েছে এবং মোট ৪১.৮৫ কোটি টাকা অবৈধ লাভ অর্জন করা হয়েছে। এ ঘটনায় ৩১ জনের নাম জড়িয়েছে, তাঁদের মধ্যে অন্যতম আরশাদ ও তাঁর স্ত্রী। সেবি নির্দেশ দিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ৪১.৮৫ কোটি টাকা জমা করতে হবে। যদিও অভিনেতার দাবি, শেয়ার বাজার সম্পর্কে তাঁর তেমন জ্ঞান নেই।



