ছোট পর্দার জনপ্রিয় মুখ আশনা হাবিব ভাবনা এবার ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার নায়িকা হয়ে বড় পর্দায় পদার্পণ করছেন। সিনেমাটি পরিচালনা করছেন আসিফ ইসলাম, যিনি জানান, শৈশব থেকেই যাত্রার প্রতি তাঁর আকর্ষণ ছিল। নিয়মিত গ্রামে যাত্রা দেখার অভিজ্ঞতা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে।
আসিফ বলেন, “২০১৮ সালে নবাব সিরাজউদ্দৌলার যাত্রা দেখে আমি অতীতে ফিরে গেছিলাম। তবে বর্তমানে দর্শক যাত্রায় আগ্রহী নয়, তারা এখন প্রাপ্তবয়স্কদের নাচ দেখতে আসেন।” এই অভিজ্ঞতা থেকেই তিনি সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নেন।
সিনেমাটিতে প্রিন্সেসের চরিত্রে অভিনয় করছেন ভাবনা, যা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল। নাচের পাশাপাশি অভিনয়ের দক্ষতা প্রয়োজন ছিল। ভাবনা উল্লেখ করেন, চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি ৯ কেজি ওজন বাড়িয়েছেন, কারণ তাঁর মতে, এর মাধ্যমে চরিত্রটি দর্শকের মনে কেড়ে ধরবে।
চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে, যেখানে ভাবনা ছাড়া বেশিরভাগ অভিনেতাই যাত্রাশিল্পী।



