Top Newsঅর্থনীতি

ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরাপদ হচ্ছে : আবুল কালাম

২০২৫-২৭ মেয়াদের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরাপদ হচ্ছে বলে জানিয়েছেন সম্মিলিত পরিষদ প্যানেলের লিডার মো. আবুল কালাম। তিনি বলেন, জয়-পরাজয় যাই হোক আমি মেনে নিবো।

আজ শনিবার (৩১ মে)  ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত বিজিএমইএ নির্বাচন কেন্দ্রের সামনে আবুল কালাম একথা বলেন।

নির্বাচনের পরিবেশ সুন্দর জানিয়ে আবুল কালাম বলেন, অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট দিচ্ছে। নির্বাচন কমিশন এই পর্যন্ত তাদের নিরপেক্ষতার প্রমাণ দিয়েছে।

আশা করছি, ভোটগ্রহণের বাকিটা সময় এ রকম পরিবেশে ভোটাররা তাদের ভোট দিতে পারবে।

ইনশাআল্লাহ সম্মিলিত পরিষদ প্যানেল এবার বিজয়ী হবে জানিয়ে আবুল কালাম বলেন, জয়ী হলে আমরা সবাইকে নিয়ে বিজিএমইএকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

এবারে ৩৫টি পরিচালক পদে লড়ছেন ৭৬ জন প্রার্থী। আজ শনিবার ঢাকায় ও চট্টগ্রামে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। এদিন ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে একযোগে ভোটগ্রহণ চলছে।

এবারে শুধু সচল কারখানার উদ্যোক্তারাই ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। সেই হিসেবে ভোটার সংখ্যা ১ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ঢাকা ভোটার ১ হাজার ৫৬১ জন। চট্টগ্রামে ভোটার ৩০৩ জন। তবে গত বছর ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন।

এবার অন্তর্বর্তী সরকারের প্রশাসকের অধীনে নির্বাচন হচ্ছে। ভোটের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button