বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ রোববার সকালে এ রায় দেন। হাইকোর্টের জামায়াতের নিবন্ধন বাতিল করার রায়ও বাতিল করা হয়েছে।
এ রায়ের ফলে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণে আর কোনো বাধা রইল না। ২০১৮ সালের পর দলটি নির্বাচনে ফের সক্রিয় হতে যাচ্ছে। জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ফিরবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির। জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মী ও সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।
২০১৩ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয় এবং এরপর হাইকোর্ট নিবন্ধনকে অবৈধ ঘোষণা করে। ২০১৮ সালে ইসি জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
এখন, আপিল বিভাগের রায়ে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।



