Top Newsজাতীয়

বাংলাদেশ থেকে ৮৫১৬৪ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

মোহনা অনলাইন

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৮৫,১৬৪ হজযাত্রী। শনিবার (৩১ মে) পর্যন্ত ২১৯টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এই ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি, সৌদি এয়ারলাইনসের ৮০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩১টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৪১,৯০২, সৌদি এয়ারলাইনসে ৩০,৭৮৯ এবং ফ্লাইনাসে ১২,৪৭৩ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

এদিকে, চলতি বছরে সৌদি আরবে হজ পালনের সময় ১৫ জন বাংলাদেশি মারা গেছেন, যাদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ১ জন নারী। মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কায় ৯ জন এবং মদিনায় ৬ জনের।

বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল। প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদির উদ্দেশে রওনা হন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হবে এবং চলবে ১০ জুলাই পর্যন্ত। সরকারী ব্যবস্থাপনায় ৫,২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজে যাবেন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button