
মাদকদ্রব্য ও ভাঙচুরের দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়েছে।
রবিবার (১ জুন) সকাল সোয়া ৯টায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, নতুন কোনো মামলায় গ্রেপ্তার না করা হলে তাকে আবারো কারাগারে পাঠানো হতে পারে।
গত ২২ মে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দলে চারজনকে গুলি করে হত্যা মামলায় ৪ দিন এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় ২ দিনের রিমান্ডে পাঠান মমতাজকে। জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গত ১২ মে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।