নন্দিত মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন শোবিজ অঙ্গনে দীর্ঘদিনের ক্যারিয়ারে দর্শকদের মুগ্ধ করেছেন তার অভিনয়শৈলী ও রূপ-গুণে। তবে, সম্প্রতি তার বিরুদ্ধে পরকীয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, যা নিয়ে ভক্তদের মধ্যে শোরগোল সৃষ্টি হয়েছে।
মিডিয়াপাড়ায় খবর ছড়িয়েছে, সারিকার দাম্পত্য জীবন আর ঠিকঠাক নেই এবং তিনি তার দ্বিতীয় স্বামী রাহীর বিচ্ছেদের পথে রয়েছেন।
গুঞ্জন অনুযায়ী, সারিকা গুলশানের এক ক্যামিক্যাল ব্যবসায়ীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন, যার কারণে তার ও রাহীর মধ্যে দূরত্ব বেড়েছে। এই বিষয়ে মুখ খুলেছেন সারিকা। তিনি বলেন, “আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে এবং আমরা একরাতও আলাদা থাকিনি। এই খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি জানি না, এই গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে সারিকা দ্বিতীয়বারের মতো বিয়ে করেন আহমেদ রাহীকে, যা দুই পরিবারের সম্মতিতে হয়। এর আগে, ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানকে বিয়ে করেছিলেন, কিন্তু সেই সংসার ২০১৬ সালে বিচ্ছেদের পথে চলে আসে। সারিকার একমাত্র কন্যাসন্তান রয়েছে তাদের থেকে।
এই পরিস্থিতিতে সারিকার পক্ষে কথা বলাটা জরুরি, যাতে তিনি তার পারিবারিক জীবন নিয়ে স্পষ্টতা আনতে পারেন।



