Top Newsআন্তর্জাতিক

প্রবল বৃষ্টিতে তছনছ উত্তর সিকিম, আটকে ১৫০০ পর্যটক

মোহনা অনলাইন

প্রবল বৃষ্টিপাত ও একাধিক ভূমিধসের কারণে উত্তর সিকিমে বিপর্যস্ত জনজীবন। প্রায় ১,৫০০ পর্যটক, যাঁরা লাচেন ও লাচুং-এর মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে আটকে পড়েছেন, তাঁদের মধ্যে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তিস্তা নদীতে গাড়ি পড়ে আটজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। লাগাতার বৃষ্টি ও তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

সিকিমের মঙ্গনে অবিরাম বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়েছিল। শুক্রবার বিকেল থেকে বিদ্যুৎ বন্ধ ছিল, কিন্তু শনিবার সন্ধ্যাবেলায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। রবিবার থেকে পানীয় জল সরবরাহও পুনরায় চালু হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা পর মোবাইল সংযোগ ব্যবস্থা ঠিক করা হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতির জন্য শনিবার ও রবিবার উত্তর সিকিমের জন্য কোন পর্যটক পারমিট দেওয়া হয়নি।

বৃহস্পতিবার রাতে মঙ্গন জেলায় পর্যটকবোঝাই একটি গাড়ি তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িতে থাকা একজন পর্যটক নিহত হন এবং দুজন আহত হন। আটজন এখনও নিখোঁজ রয়েছেন। লাচেন-লাচুং হাইওয়ের পাশে মুনসিথাং এলাকায় গাড়িটি অন্তত ১,০০০ ফুট নিচে নদীতে পড়ে যায়। নিখোঁজ আটজনের মধ্যে পাঁচজন ওডিশার বাসিন্দা, ত্রিপুরা ও উত্তরপ্রদেশ থেকে দুজন রয়েছেন। গাড়ির চালক, পাসাং দেনু শেরপা, উত্তর সিকিমের বাসিন্দা।

সিকিমের মঙ্গনের পুলিশ সুপার দেৎচু ভুটিয়া জানিয়েছেন, লাচেনে আটকে রয়েছেন ১১৫ জন পর্যটক এবং লাচুংয়ে ১,৩৫০ জন পর্যটক। একাধিক জায়গায় ধসের কারণে দুই জায়গা থেকেই বেরোনোর রাস্তা বন্ধ থাকায় পর্যটকদের হোটেলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button