আদনান সামি, যিনি পাকিস্তানি হলেও, তার সব অর্জন যেন ভারতে এসে। এই কারণে তিনি দেশটির প্রতি কৃতজ্ঞ। ভারত তাকে নাগরিকত্ব প্রদান করে এবং তার প্রতিভার মূল্যায়ন করে। তবে পাকিস্তান তার আনুগত্য দেখে রুষ্ট। সামির মা ২০২৪ সালে পাকিস্তানে মারা যান, কিন্তু তাকে মায়ের শেষকৃত্যে যেতে অনুমতি দেয়নি পাকিস্তান।
একটি টেলিভিশন শোয়ে “আপ কি আদালত” এসে তিনি জানান যে, তিনি ভিসার জন্য আবেদন করেছিলেন, কিন্তু পাকিস্তান তা প্রত্যাখ্যান করে। তিনি বলেন, “আমি বলেছিলাম, আমার মা মারা গেছেন, কিন্তু তবুও আমাকে ভিসা দেয়নি। আমি হোয়াটসঅ্যাপ ভিডিওতে মায়ের শেষকৃত্য দেখেছি।”
সামি আরও জানান, তিনি টাকা বা সম্পত্তির জন্য ভারতে আসেননি; বরং পাকিস্তানে কোটি কোটি মূল্যের সম্পত্তি ছেড়ে এসে ভারতে নতুন করে সবকিছু গড়েছেন। তিনি বলেন, একজন শিল্পীর ভালোবাসা প্রয়োজন, এবং এই ভালোবাসার কারণেই তিনি ভারতে এসেছিলেন। আদনান সামি জন্মসূত্রে পাকিস্তানি, তবে বলিউডে এসে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। নাগরিকত্ব পাওয়ার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন এবং ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব পান।



