Top Newsঅর্থনীতি

ওটিটি প্ল্যাটফর্মে খরচ বাড়বে

মোহনা অনলাইন

২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এবং ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

তিনি জানান, এই নতুন বিধানের ফলে ওটিটি প্ল্যাটফর্মে নাটক ও সিনেমা দেখার জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত খরচ গুণতে হবে। এটি বাংলাদেশের বাজেটের ইতিহাসে একটি নতুন সংযোজন। এর আগে সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যা দেশের জিডিপির ১২.৭ শতাংশ। এর মধ্যে পরিচালনাসহ অন্যান্য খাতে পাঁচ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। সরকার আগামী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button