জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রনায়িকা তানিন সুবহা। সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফেরেন তিনি।
সন্ধ্যার দিকে আবার অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে বনশ্রীর ফরাজী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রে জানা যায়, তানিনের বুকে ব্যথা শুরু হলে তিনি কয়েকবার বমি করেন, যা তার অবস্থার অবনতি ঘটায়। ফরাজী হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার সংকটাপন্ন। তানিনের মা, তাসলিমা, তার মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তানিন সুবহা দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন। বিজ্ঞাপন দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও পরে নাটক ও সিনেমায় তার উপস্থিতি উল্লেখযোগ্য। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় প্রবেশ করে তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
শোবিজ অঙ্গনে তানিনের অসুস্থতার খবর উদ্বেগ ছড়িয়েছে।



