
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৩ জুন) দুপুরে ঢাকার বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, “জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছেন, তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা। দুঃখজনক হলেও সত্য, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে।”
তিনি বলেন, “ফ্যাসিজমকে পুরোপুরি বিদায় দিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি, যার মাধ্যমে একটি ন্যায্য সরকার গঠিত হবে এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।” ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর নির্বাচন অনুষ্ঠানে ঐতিহাসিক অবদান রয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও নির্বাচনে আমাদের দায়িত্বশীল ভূমিকা থাকবে।”
জামায়াতের নিবন্ধন বাতিলের পর দীর্ঘদিন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও, সম্প্রতি একটি রায়ের মাধ্যমে দলটির নিবন্ধন পুনর্বহালের পথ সুগম হয়েছে, এ প্রেক্ষাপটেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।