র্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম মঙ্গলবার (৩ জুন) গাবতলীতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঈদুল আজহা উপলক্ষে পশু পরিবহনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এক হাটের পশু অন্য হাটে নিয়ে গেলে কিংবা পশুর হাটকেন্দ্রিক চাঁদাবাজি করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাবতলীসহ অন্যান্য পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াচ টাওয়ার ও অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। মিরপুর বেনারশী পল্লী ও পাটুরিয়া ফেরিঘাটে অস্থায়ী ক্যাম্পও তৈরি করা হয়েছে। জনসাধারণ যেন নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ঈদযাত্রাকে কেন্দ্র করে র্যাব-৪ খেয়াল রাখছে যাতে ঘরমুখো মানুষ ছিনতাই, মলম পার্টি অথবা অজ্ঞান পার্টির শিকার না হয়। গাবতলী বাসস্ট্যান্ড ও ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। এছাড়া বাসের টিকিট সিন্ডিকেট ও কালোবাজারি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
ঈদের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। জাল টাকা শনাক্তকারী মেশিনও স্থাপন করা হয়েছে যাতে অসাধু চক্রের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়। ঈদের আগে ও পরে ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধে বিশেষ টহল অব্যাহত থাকবে এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলায় স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে।



