Top Newsজাতীয়

পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে

মোহনা অনলাইন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিটি স্টপেজ থেকে যাত্রীদের ছবি তোলা হবে।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পূর্ববর্তী ঈদযাত্রায় আমরা নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছি এবং আশা করছি এবারেও তা হবে। তবে, ফেরার পথে কিছু স্থানে সরকার নির্ধারিত ভাড়া নেয়া হয়নি, তাই এবারে আসা এবং যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়া সঠিকভাবে নেয়া হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, “ঈদের মৌসুমে দক্ষ নয় এমন ড্রাইভারদের বাস চালাতে দেয়া উচিত নয়। এ বিষয়ে মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।”

জাহাঙ্গীর চৌধুরী বলেন, “অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত বাসে উঠে পড়ে। এই সমস্যা এড়াতে দূরপাল্লার সব পরিবহনে যাত্রীদের ছবি তোলা হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত প্রতিটি যাত্রীর ছবি ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, আমিন বাজারে যাত্রী উঠানোর পর সেখানেই ছবি তুলে দরজা বন্ধ করে দিতে হবে। কিছু বাস সাভার থেকেও যাত্রী নেয়, সেখান থেকেও ছবি তোলা হবে।”

তিনি উল্লেখ করেন যে, প্রতিটি বাসে তিনজন কর্মী থাকবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা হলে তারা সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button