Top Newsসংবাদ সারাদেশ
২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা টোল আদায়
মোহনা অনলাইন
ঈদের সময় যমুনা সেতুর ওপর যানবাহনের চাপ বেড়ে যাওয়ার বিষয়টি সত্যিই উল্লেখযোগ্য। টোল আদায়ের পরিমাণ বৃদ্ধি এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে যে মানুষ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বেরিয়ে পড়ছে।
এদিকে সেতু কর্তৃপক্ষের উদ্যোগে ১৮টি টোল বুথ স্থাপন এবং সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে, যা যানজট এড়াতে সাহায্য করছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশের কার্যক্রমও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এভাবে নিরাপত্তা ব্যবস্থা এবং সেতুর সক্ষমতা বৃদ্ধির ফলে ঈদের সময়ে যাত্রীদের যাতায়াত আরো সহজ এবং নির্বিঘ্ন হচ্ছে। নিরাপদ যাত্রার জন্য এই উদ্যোগগুলো প্রশংসনীয়।



