যুক্তরাজ্য ঘোষণা করেছে যে তারা ইউক্রেনকে এক লাখ ড্রোন সরবরাহ করবে, যা ২০২৬ সালের এপ্রিলের মধ্যে বিতরণ করা হবে। এই সংখ্যা আগের প্রতিশ্রুতির তুলনায় দশ গুণ বেশি। ব্রিটিশ সরকার বলছে, এই মানববিহীন উড়োযানগুলো যুদ্ধের ধরণ বদলে দিয়েছে।
এটি এমন এক সময়ে ঘোষণা করা হলো যখন যুক্তরাজ্য একটি স্বাধীন স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ-এর সুপারিশ গ্রহণ করেছে, যেখানে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও শক্তিশালী সেনাবাহিনী গড়া জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন মনে করে ইউক্রেনের তিন বছরের প্রতিরোধ সংগ্রামে ড্রোন যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইউক্রেনকে আরও বেশি সহায়তা দিতে চাচ্ছে যুক্তরাজ্য।
এই ঘোষণা ৫০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের ব্রাসেলস বৈঠকে এসেছে, যেখানে যুক্তরাজ্যের সঙ্গে আয়োজক হিসেবে আছে জার্মানি।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, শুধু ড্রোন নয়, এ বছর ব্রিটেন ইউক্রেনকে ১ লাখ ৪০ হাজার গোলাবারুদ সরবরাহ করেছে এবং ২৪৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে। ড্রোন সহায়তার এই ৩৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের প্যাকেজটি ইউক্রেনের জন্য ঘোষিত ৪.৫ বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা পরিকল্পনার অংশ। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের অন্যতম বড় পশ্চিমা মিত্র হিসেবে ব্রিটেন নানা ধরনের সমর্থন দিয়ে আসছে।



