বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান ও তার পরিবারের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা শাহরুখকে ‘অসাধারণ বাবা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, শাহরুখ এখনও তাদের খোঁজখবর রাখেন এবং তাদের জন্য বিশেষ সময় ব্যয় করেন।
অনন্যা বলেন, “শাহরুখের মতো আর কেউ নেই। তিনি আমাদের খেলার দিনগুলোতে তায়কোয়ান্দো প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দিতেন এবং সবসময় আমাদের পাশে থাকতেন। এখনো তিনি জানতে চান আমরা কী করছি এবং আমাদের খেয়াল রাখেন। তার সঙ্গে কথা বললে মনে হয়, আপনি একমাত্র ব্যক্তি।”
শাহরুখের মেয়ে সুহানা খানের সঙ্গেও অনন্যার ঘনিষ্ঠ বন্ধুত্ব। শাহরুখের ছেলে আরিয়ান খান ও আব্রাহাম খানের সঙ্গেও তাকে প্রায়ই দেখা যায়। সম্প্রতি, অনন্যা করণ সিং ত্যাগীর ‘কেশরী চ্যাপ্টার ২’-এ অক্ষয় কুমার ও আর মাধবনের সঙ্গে অভিনয় করেছেন এবং পরবর্তী সময়ে কার্তিক আরিয়ানকে নিয়ে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা’ ছবিতে অভিনয় করবেন।



