আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা থেকে চাকরিজীবীসহ সাধারণ মানুষের ঊর্ধ্বমুখী যাত্রার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে এবং সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা ও বিপর্যয়ের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
বুধবার (৪ জুন) মধ্যরাতে সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় ঢুকে পড়ে যানজট। চালক ও যাত্রীরা জানান, মধ্যরাত থেকে যানজট শুরু হয়েছে, যেখানে প্রচুর গাড়ি আটকা পড়েছে। উত্তরবঙ্গগামী লেনের পাকুল্যা থেকে টাঙ্গাইলগামী সড়কে এই সমস্যা বিশেষভাবে প্রকট। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাবনা বাইপাস থেকে সেতু পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের সমস্যা রয়েছে, যা টোল প্লাজা থেকে শুরু হয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে, এবং বর্তমানে মহাসড়ক কিছুটা স্বাভাবিক হচ্ছে।



