Top Newsরাজনীতি

বাজেটে আগের আমলের ছাপ পরিলক্ষিত হয়েছে: রাশেদ খান

মোহনা অনলাইন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বাজেট প্রসঙ্গে বলেন, “কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থি ও বৈষম্যমূলক।” বুধবার (৪ জুন) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের সমালোচনা করেন।

তিনি উল্লেখ করেন, এই বাজেটের মধ্যে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে, যা ব্যাংক ঋণ ও বৈদেশিক অনুদানের মাধ্যমে পূরণ করা হবে। অর্থাৎ, বিদেশ নির্ভরতার বিষয়টি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

রাশেদ খান বলেন, “কালো টাকা সাদা করার সুযোগ, বিশেষ করে এপার্টমেন্ট ও ভবন নির্মাণে, কখনোই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও জানান, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দ ইতিবাচক, তবে ১০ মাসেও যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনর্বাসন হয়নি, তাই বরাদ্দের সঠিক ব্যবহারের বিষয়ে সন্দেহ রয়েছে।

সঙ্গে যোগ করেন, “বর্তমানে এনবিআর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ কোটি টাকা হলেও তা পূরণ হয়নি, এবং আসন্ন বাজেটে নতুন কোনো প্রস্তাবনা নেই।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button