ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়কে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাস এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাটি ইব্রাহিমপুর বাঁশবাজার এলাকায় ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে—লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাশেম এবং নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। নিহত অটোরিকশাচালকের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি নবীনগর থেকে কুমিল্লার কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল, যখন বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে এটি সংঘর্ষে পতিত হয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



