নতুন করোনা ভাইরাসের ধরন এনবি.১.৮.১ যুক্তরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ে উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য পরিষেবা সংস্থা। এই ভাইরাসটি পূর্ববর্তী করোনা ভাইরাসের তুলনায় চার গুণ দ্রুত ছড়াতে সক্ষম এবং বর্তমানে বাজারে থাকা করোনা টিকার প্রতিরোধ ক্ষমতা ব্যর্থ করে দিতে পারে।
ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বুধবার জানিয়েছে, নর্দার্ন আয়ারল্যান্ডে অন্তত ৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এনবি.১.৮.১-কে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটর’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
হংকং এবং চীনের করোনা পজিটিভ রোগীদের মধ্যে বেশির ভাগই এনবি.১.৮.১ ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মিসর, থাইল্যান্ড এবং মালদ্বীপেও শনাক্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ড. লারা হেরেরো বলেন, “এনবি.১.৮.১ ভাইরাসটি অন্যান্য করোনা ভাইরাসের মতোই ছড়ায়, তবে এটি অনেক সহজে এবং দ্রুত ছড়ায়।”
এনবি.১.৮.১-এর উপসর্গগুলো অন্তর্ভুক্ত: টানা কাশি, স্বাদ ও ঘ্রাণশক্তি লোপ পাওয়া, শ্বাসকষ্ট, ক্লান্তি, গা-মাথা-গলা ব্যথা, নাক বন্ধ হওয়া, গলা ব্যথা, খাবারের রুচি নষ্ট হওয়া, ডায়রিয়া ও অসুস্থবোধ করা। ড. হেরেরো সতর্ক করেছেন, “যদি এক ঘণ্টারও বেশি সময় ধরে কাশি হয় এবং ২৪ ঘণ্টায় তিনবারের বেশি হয়, তবে করোনা টেস্ট করা উচিত।”



