
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে আটকে গেছে। ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও, যুক্তরাষ্ট্রের বিপক্ষে থাকা ভোটের ফলে এটি পাস হয়নি।
প্রস্তাবটিতে গাজার মানুষের মানবিক সহায়তা সহজলভ্য করার এবং হামাসসহ অন্যান্য গ্রুপের হাতে আটক বন্দিদের মুক্তির আহ্বান জানানো হয়েছিল। চীনের প্রতিনিধি ফু কং এই ভেটোর জন্য যুক্তরাষ্ট্রকে দুষলেন এবং বলেন, এটি গাজার মানুষের আশা-আকাঙ্ক্ষাকে নষ্ট করেছে।
যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড গাজার পরিস্থিতির অবসান দাবি করেছেন এবং ইসরায়েলের কর্তৃত্বের সমালোচনা করেছেন। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ বললেন, “এটি জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্কজনক দিন।” তার মতে, এই ব্যর্থতা ভবিষ্যতের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় প্রতিবন্ধকতা তৈরি করেছে।
এই পরিস্থিতি প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্প্রদায় গাজার মানুষের পাশে দাঁড়িয়ে আছে, যদিও ভেটোর মাধ্যমে এটি কার্যকরী হয়নি।