Top Newsসংবাদ সারাদেশ

যমুনা সেতুর পশ্চিম পাড়ে ৩ কিলোমিটার যানজট

মোহনা অনলাইন

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ঈদযাত্রার চাপ সামলাতে যমুনা সেতুতে ঢাকাগামী লেনে টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখার ফলে এই যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে পশ্চিম পাড় এলাকায় সেতুর পশ্চিম গোলচত্বর থেকে সায়দাবাদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়, যার ফলে সাধারণ যাত্রী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ অনেক বেড়ে যাওয়ায় শুধু উত্তরমুখী লেনে টোল আদায় চালু রাখা হয়েছিল। ওই লেনের যানবাহন ও যাত্রীদের চাপ তুলনামূলক বেশি ছিল। তবে ৪০ মিনিট পর ঢাকামুখী লেনে টোল আদায় শুরু করা হয়।

যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় যানজটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ সময় টোল আদায় বন্ধ থাকার পর পুনরায় টোল আদায় শুরু হলে যানজট কিছুটা কমে। আবারও টোল আদায় বন্ধ হলে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

ঢাকাগামী বাস আর কে পরিবহনের চালক মিলন শেখ বলেন, গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী অভি পরিবহনের সুপারভাইজার আব্দুল কাদের জানান, যমুনা সেতুতে ঢাকামুখী লেনে টোল আদায় বন্ধ রাখা হয়েছে, ফলে গাড়ি থামিয়ে বসে আছেন।

যানজটে আটকে পড়া যাত্রী হাসিনুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেকক্ষণ হলো যানজটে আটকে আছি। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে।”

এ বিষয়ে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ বলেন, মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক জেলা পুলিশ সদস্য বিভিন্ন পয়েন্টে নিয়োজিত রয়েছেন, যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button