রাজশাহীতে নতুন করে ওমিক্রন XBB ভ্যারিয়েন্টে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। এ খবর জনমনে নতুন উদ্বেগ তৈরি করেছে। জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সতর্কতামূলক পোস্টে বলেন, “আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি।”
তিনি উল্লেখ করেন, নতুন XBB ভ্যারিয়েন্ট পূর্ববর্তী ধরনগুলোর তুলনায় ভিন্ন এবং আরও মারাত্মক। ফারিয়া জানান, এই ভ্যারিয়েন্টটি সহজে শনাক্ত করা যায় না এবং উপসর্গও আলাদা। XBB ভ্যারিয়েন্টটি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুর হারও বেশি। ভাইরাসটি দ্রুত ফুসফুসে প্রভাব ফেলে এবং নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব পরীক্ষায় ধরা না পড়ার সম্ভাবনা রয়েছে, ফলে মিথ্যা নেতিবাচক ফলাফল পাওয়ার ঝুঁকি আছে।
তিনি সবাইকে মাস্ক পরার, জনাকীর্ণ স্থান এড়াতে এবং নিয়মিত হাত ধোয়ার আহ্বান জানান। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন, উপসর্গহীন বা হালকা উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রেও এক্স-রেতে নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।
দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং সতর্ক থাকেন। মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা—এ তিনটি বিষয় আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



