আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’, যা দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। ইতোমধ্যে ছবির গান ও প্রচারণা সেই উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও নিয়ে আলোচনা চলছে। তবে নির্মাতা রায়হান রাফী মুক্তির আগে কিছু বলতে নারাজ।
‘তাণ্ডবে’ নিশো ও সিয়াম আসলে থাকছেন কিনা, এ নিয়ে প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় শাকিবের পাশে নিশোকে দেখে অনেকে অনুমান করতে ব্যস্ত। আজ (৫ জুন) এক সংবাদ সম্মেলনে রাফী বলেন, “সোশ্যাল মিডিয়া অনেক গুজব ছড়ায়। সব গুজবে কান দেওয়া যাবে না। ক্যামিও হল চমক, তাই এখানে তাদের থাকা না থাকার বিষয়টি নিয়ে আগে থেকে কিছু বলা সম্ভব নয়। ঈদের দিন অনেক কিছু জানাবো। গুজবে কান দেবেন না। তারা সিনেমায় থাকতে না-ও পারেন।”
রাফী আরও বলেন, “আগে যেমন ‘তুফান’ সিনেমায় যীশু সেনগুপ্তের বিষয়ে গুজব ছিল, তেমনই এবার ‘তাণ্ডব’-এর আইটেম গানে তামান্না ভাটিয়া থাকছেন বলেও গুজব উঠেছে। আশা করবেন না, কারণ আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। সিনেমা দেখতে আসুন, আশা করি আপনাদের মন ভরবে।”



