সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যমুনা সেতু পশ্চিমপাড় থেকে সায়দাবাদ পর্যন্ত পুরোপুরি অচলাবস্থা বিরাজ করছে। শুক্রবার (৬ জুন) সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয়, যেখানে ট্রাক, বাস ও প্রাইভেট কার ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে আছে। তবে উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঢাকামুখী যানবাহনে চালক ও হেলপার ছাড়া যাত্রী নেই বললেই চলে। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে ঢাকামুখী লেনের টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে উত্তরবঙ্গমুখী লেনে টোল আদায় চলছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ জানিয়েছেন, উত্তরবঙ্গমুখী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে এবং যমুনা সেতু পার হওয়ার পর আর কোনো বড় ধরনের যানজট নেই।
যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ কাজ করছে, তবে ঢাকামুখী লেনে অতিরিক্ত যানবাহনের চাপ তাদের কার্যক্রমে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকামুখী লেনের পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে। এই অবস্থায় যাত্রীদের ধৈর্য ধরতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।



