এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জনকল্যাণমূলক’ বিলকে ‘জঘন্য পদক্ষেপ’ বলে চিহ্নিত করে প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন ধনকুবের ইলন মাস্ক। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘ওঁর (মাস্ক) কার্যকলাপ হতাশাজনক।’’
গত ২০ জানুয়ারি মাস্ককে বিশেষ পরামর্শদাতা হিসাবে নিয়োগ দেওয়ার পর ট্রাম্প বলেছিলেন, ‘‘ওঁর সঙ্গে আমার সম্পর্ক দারুণ।’’ মাস্কের জন্য তৈরি ‘সরকারি দক্ষতা বিষয়ক দফতর’ (ডিওজিই) প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় কাটছাঁট এবং অর্থনৈতিক সাশ্রয়ের কাজ করছিল।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, টেসলা-কর্তার সঙ্গে তাঁর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। ট্রাম্প বলেন, ‘‘আমি ইলনের ব্যাপারে খুবই হতাশ। আমি তাঁকে অনেক সাহায্য করেছি। তিনি বিলের অভ্যন্তরীণ কার্যকারিতা সম্পর্কে ভাল জানতেন। এর ফলে তাঁর কোনও সমস্যা হওয়ার কথা ছিল না।’’
মাস্ক গত মাসে কর হ্রাস সংক্রান্ত বিলের অনুমোদনের পর ট্রাম্পের সঙ্গে মতবিরোধ প্রকাশ্যে আনেন, দাবি করেন যে বিলটি তাঁকে দেখানোর আগেই কংগ্রেসে পাঠানো হয়েছে। ট্রাম্প বলেন, ‘‘তিনি আমার সম্পর্কে সুন্দর কথা বলেছেন এবং ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে খারাপ কিছু বলেননি।’’ তবে মাস্কের বিরোধিতার পেছনে ব্যক্তিগত কারণ থাকতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প, ‘‘কারণ ওই বিলের প্রত্যক্ষ প্রভাব পড়তো টেসলার উপর।’’



