একদিকে প্রতিবাদ, অন্যদিকে অস্তিত্বসঙ্কট—দীপিকা পাড়ুকোন বর্তমানে এই চ্যালেঞ্জের মুখোমুখি। সম্প্রতি মা হওয়ার পর, তিনি মেয়ের দায়িত্ব পালনের পাশাপাশি কাজের দুনিয়াতেও ফিরে আসতে চান। তবে এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে তিনি আট ঘণ্টার বেশি কাজ করতে নারাজ।
গুঞ্জন রয়েছে, এই কারণেই তাঁর সঙ্গে পরিচালকদের বনিবনা হচ্ছে না। সন্দীপ রেড্ডি ভঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি, কারণ দীপিকা মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লভ্যাংশের কিছু দাবি করেছেন। যেটি সন্দীপের কাছে গ্রহণযোগ্য হয়নি। এর ফলে তৃপ্তি ডিমরীকে পরিচালক বেছে নিয়েছেন, যিনি দীপিকার মতো বেশি দাবি করেননি।
এদিকে জানা গেছে, নাগ অশ্বিনের ‘কল্কি’ ছবির সিক্যুয়েল থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে দীপিকা নানা আপত্তি তুলেছেন। প্রশ্ন উঠছে, একের পর এক ছবি হাতছাড়া হলে অন্য নায়িকারা তাঁর জায়গায় অভিনয়ের সুযোগ পেলে সেটি দীপিকার জন্য কতটা কার্যকরী হবে। দীপিকার ঘনিষ্ঠ মহল এই সম্ভাবনাকেও এড়িয়ে যাচ্ছে না।



