Top Newsঢাকা

রাতের ঢাকার নিরাপত্তায় ৫০০টি ও দিনে ২৫০টি পেট্রোল টিম থাকবে

মোহনা অনলাইন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের ছুটিতে রাতের ঢাকার নিরাপত্তায় ৫০০টি এবং দিনে ২৫০টি পেট্রোল টিম দায়িত্ব পালন করবে। শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে, যেখানে একত্রে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, কূটনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে উপস্থিত থাকবেন। মুসল্লিরা ৪টি পুরুষ ও ১টি নারী গেইটসহ মোট ৫টি গেইট দিয়ে প্রবেশ করতে পারবেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি সকাল ৭টায় শুরু হবে। আবহাওয়া প্রতিকূল হলে, জাতীয় ঈদগাহের প্রধান জামাত বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ঢাকা মহানগরীতে মোট ১১৮টি ঈদগাহ এবং ১৬২১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া শিয়া ও কাদিয়ানি সম্প্রদায়ের ৮টি এবং সৌদি আরবের সাথে মিল রেখে ৩টি ঈদের জামাত হবে।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম এবং অন্যান্য স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে একটি সম্পূর্ণ ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহের আশপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সেখানে একটি অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button