
আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা। এবারের ঈদে চাকরিজীবীরা দশ দিনের দীর্ঘ ছুটি পেয়েছেন, ফলে অনেকেই ইতোমধ্যে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে চলে গেছেন। এর ফলে ঢাকা শহর অনেকটাই ফাঁকা হয়ে গেছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটে যানবাহন খুব কম ছিল। ঢাকার মধ্যে চলাচলকারী বেশিরভাগ বাসে যাত্রীদের সংখ্যা ছিল নগণ্য। সড়কে মানুষের চলাচল কম থাকায় কোনো যানজট দেখা যায়নি, ফলে মানুষ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে 이동 করতে পারছেন।
দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাস জানান, মোহাম্মদপুর, ফার্মগেট, তেজগাঁও, কাকরাইল, পল্টন ও মতিঝিল এলাকায় গিয়ে কোনো যানজটের চিহ্নও চোখে পড়েনি। এসব এলাকার রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা, এবং সড়কে বাস চলাচল সীমিত ছিল। তিনি উল্লেখ করেন, ‘দুদিন আগেও যেসব এলাকায় যেতে দেড় থেকে দুই ঘণ্টা লাগত, আজ সেখানে যেতে মাত্র ১৫ থেকে ২০ মিনিট লেগেছে।’