ঈদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। অনুষ্ঠানে নিজের সিনেমার গান ও নানা আলাপচারিতায় পাওয়া যাবে শাকিব খানকে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার। এক ঘণ্টার এই বিশেষ অনুষ্ঠানটি ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে।
প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘আনন্দমেলা’ প্রতিবছরের মতো এবারও তারকা শিল্পীদের উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠবে। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের গান, ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনাসহ আরও অনেক চলচ্চিত্র তারকার অংশগ্রহণ থাকবে।



