
বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে আজ শনিবার ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। গতকাল শুক্রবার এশিয়ার মধ্যপ্রাচ্য ও কয়েকটি দেশে এই ধর্মীয় উৎসব পালিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিন নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন ও ইকবাল হোসেন দলের সঙ্গে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন বাংলাদেশ দলের ফুটবলরা। হোটেলে ফিরে তারা একে অপরকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সকালে বাংলাদেশ দলের নিয়মিত নাস্তার পাশাপাশি ঈদ স্পেশাল ছিল সেমাই। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুটবল খেলোয়াড়দের ছুটি দেওয়া হয়েছে; যাদের বাড়ি ঢাকায় তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। অন্যরা ব্যক্তিগত কারণে ক্যাম্পের বাইরে থাকতে পারবেন।
ঈদের দিন বিকেলেও অনুশীলন রয়েছে। জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত প্রস্তুতি নিবেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ्यরা। জাতীয় পুরুষ দলের পাশাপাশি নারী ফুটবল দলও এশিয়ান কাপ মিশনে রয়েছে। জুনের তৃতীয় সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জর্ডানে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। তারা গতকাল রাতে তিন ধাপে দেশে ফিরেছে।
আগামী সোমবার থেকে আবার অনুশীলন শুরু হবে। অনেক খেলোয়াড় দুই দিনের জন্য বাড়িতে গেলেও কিছু খেলোয়াড় ক্যাম্পে থাকছেন। ক্যাম্পে থাকা নারী ফুটবলারদেরও ঈদ উপহার দিয়েছে বাফুফে।