
আগামী ২৬ এপ্রিল জাতীয় নির্বাচন আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ঘোষণায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ জুন) রাতে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, “আমরা সবসময় দাবি করেছি, দ্রুত নির্বাচন চাই। আমাদের আশা ছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। কিন্তু প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের কথা ঘোষণা করেছেন, যা পুরো জাতির জন্য হতাশার বিষয়।”
তিনি ১৩ মে ব্যাংককে চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখানে ১৫ মে তার বাঁ চোখে অস্ত্রোপচার হয়। শুক্রবার রাত ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় ফেরেন, তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বৈঠক করেছে। বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।