ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, “ভালোবাসা আর ভালো মানুষ এখনও আছে।” তিনি এর পক্ষে একটি ভাইরাল ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, এক বাবা তার সন্তানের জন্য ২১ ঘণ্টায় সাইকেলে ২০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন।
মো. রাজু মিয়া, গাইবান্ধার এক দরিদ্র রিকশা চালক, ঈদে ছেলের মুখে হাসি ফোটাতে চান। কিন্তু বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে চিন্তিত ছিলেন। ঢাকা থেকে গাইবান্ধায় যাওয়ার জন্য দুই হাজার টাকা ভাড়া প্রয়োজন ছিল, যা তার পক্ষে সম্ভব হয়নি। তাই তিনি সাইকেলে বাড়ি ফিরতে রওনা দেন।
ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাকে সহায়তা করে এবং ঈদ সামগ্রী উপহার দেয়। রাজু মিয়া ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং ছেলে রেজওয়ান ইসলাম কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। কলেজে যাতায়াতের জন্য একটি বাইসাইকেল প্রয়োজন ছিল, যা তিনি দেড় হাজার টাকায় কিনেছিলেন। তবে সাইকেলটি গাইবান্ধায় নিয়ে যাওয়ার জন্য পরিবহন খরচ তার নেই।
রাজু ফজরের নামাজের পর সাইকেল চালিয়ে ঢাকা থেকে গাইবান্ধার দিকে রওনা দেন। প্রায় ২১ ঘণ্টা পর বগুড়ায় পৌঁছান। সেখানে সেনাবাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন এবং ট্রাকে তুলে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেন। রাজু বলেন, “আমি কখনো ভাবিনি এত দীর্ঘ পথ সাইকেলে পাড়ি দিতে হবে। সেনা সদস্যদের সহযোগিতায় আমি খুব খুশি।”
রাজু মিয়ার কাহিনি সত্যিই এক অনুপ্রেরণা, যা মানবতার উষ্ণতা ও ভালোবাসার পরিচয় দেয়।



