আগামীকাল, ৭ জুন, ঈদের দিন মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’। শাকিব খানের অভিনীত এই সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ঠিক তখনই জানা গেল, রাফীর পরবর্তী সিনেমার নাম ‘সেয়ান’।
‘তাণ্ডব’র পর ‘সেয়ান’ নামের এই নতুন সিনেমাটি অ্যাকশনধর্মী হবে। তবে, এখনও অভিনয়শিল্পী নির্বাচন চূড়ান্ত হয়নি, তাই পর্দায় কাকে দেখা যাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এদিকে, ‘তাণ্ডব’র মাধ্যমে দ্বিতীয়বার রাফীর পরিচালনায় শাকিব খানকে দেখা যাবে। সিনেমাটিতে কিং খানের সঙ্গে স্ক্রীন শেয়ার করেছেন সাবিলা নূর, এবং বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এবং এফএস নাঈম।
ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী, প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, এবং সহ-প্রযোজনায় দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতায় রয়েছে দীপ্ত।



