রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে এ জামাতের আয়োজন করা হয়। এতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন।
নামাজ শেষে দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ঈদ জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ প্রায় ৪০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
এছাড়া পুলিশ লাইন্স মাঠে সকাল সাড়ে ৭টায়, সদর হাসপাতাল মসজিদে পৌনে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে ৯টায় এবং নগরীর বাইরের বিভিন্ন স্থান যেমন রংপুর সদর, মিঠাপুকুর উপজেলা পরিষদ ঈদগাহ, পীরগাছা কারবালা মাঠ, তারাগঞ্জ চৌপথী ঈদগাহ, গঙ্গাচড়ার পাইকান জামে মসজিদ, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।



