প্রতিবছর ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ আয়োজন করা হয়। এসব আয়োজনে থাকে বিশেষ খাবার, স্বজনদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর সুযোগ এবং বাড়ির রান্না করা খাবারের ব্যবস্থা। এবারও ঈদুল আজহা উপলক্ষে কারাগারগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জন্য ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে, যাতে বন্দিরা ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানিয়েছেন, ঈদের দিন ৬০০টি লুঙ্গি ও ৮৫০টি টি-শার্ট দুস্থ বন্দিদের মধ্যে বিতরণ করা হয়েছে। বন্দিরা সকালে পেয়েছেন পায়েস ও মুড়ি, এবং দুপুরে থাকবে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, স্যালাড, কোমল পানীয়, ও মিষ্টান্ন।
ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে, একটি বন্দিদের এবং দুটি স্টাফদের। বন্দিদের আত্মীয়স্বজনদের জন্য উপহার ও স্মারক বিতরণও করা হবে। ঈদের পরের দিন বাইরের রান্না করা খাবার গ্রহণ ও বিতরণের ব্যবস্থা রয়েছে।
ঈদের তৃতীয় দিনে কর্মকর্তা-কর্মচারী ও সাধারণের অংশগ্রহণে প্রিজন ম্যারাথন-২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
ঢাকা বিভাগের মোট ১৭টি কারাগার ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে রয়েছে, যার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগারসহ আরও কিছু কারাগার অন্তর্ভুক্ত।



