অবশেষে সিনেমাহলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘হাউসফুল ৫’। ৬ জুন মুক্তির পর থেকেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ছিল। ছবিটি নিয়ে দর্শকদের নানা রিভিউ এবং দুটি ক্লাইম্যাক্স—’হাউসফুল ৫এ’ এবং ‘হাউসফুল ৫বি’—নিয়ে আলোচনা চলছে।
প্রথম দিনের বক্স অফিস কালেকশন অনুযায়ী, ‘হাউসফুল ৫’ রাতে ১০টা পর্যন্ত সব ভাষায় প্রায় ২৩ কোটি রুপি আয় করেছে। আগের কিস্তি ‘হাউসফুল ৪’ প্রথম দিনে ১৯.০৮ কোটি টাকা আয় করেছিল। অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ উদ্বোধনী দিনে ১১.৫০ কোটি টাকা আয় করে, যেখানে ‘হাউসফুল ৫’ ২৩ কোটি রুপি আয় করে ২০২৫ সালের অনেক ছবির আয়কেও ছাপিয়ে গেছে।
প্রথম দিনের কালেকশন অনুযায়ী:
- হাউসফুল ৫– ২৩ কোটি টাকা
- রেইড ২ – ১৯.৭১ কোটি টাকা
- মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং – ১৮.৮৯ কোটি টাকা
- স্কাই ফোর্স – ১৫.৩০ কোটি টাকা
- জাট – ৯.৬২ কোটি টাকা
- কেশরী চ্যাপ্টার ২ – ৭.৮৪ কোটি টাকা
- ভুল চুক মাফ – ৭.২০ কোটি টাকা
- গেম চেঞ্জার – ৬.৭৫ কোটি টাকা
- দেবা – ৫.৭৮ কোটি টাকা
হাউসফুল ৫ ছবিটি সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত। পরিচালনা করেছেন তরুণ মনসুখানি। গল্পটি একটি ক্রুজ জাহাজে একটি হত্যাকাণ্ডের চারপাশে ঘোরপাক খাচ্ছে, যেখানে কোটিপতি রঞ্জিত তাঁর উত্তরসূরি জলির কাছে সম্পদ হস্তান্তরের ঘোষণা করার পর খুন হন। ছবিতে অক্ষয়, রীতেশ এবং অভিষেক তিনজন জলি হিসেবে উপস্থিত আছেন, এবং তাঁদের বান্ধবীরাও হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।



