নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি মালবাহী ট্রাক রোববার (৮ জুন) ভোর রাতে ফুলজান নগর এলাকায় গভীর খাদে পড়ে যায়। স্থানীয় সময় ভোরে চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চেয়ারম্যান ঘাট থেকে মাইজদীর দিকে যাওয়ার পথে সড়ক থেকে ছিটকে ২০ ফুট নিচে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৬টার দিকে তারা চালককে ট্রাকের কেবিন থেকে জীবিত উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নূরন্নবী বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করি।” আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।



