বিনোদন

কারাগারে মঞ্চ মাতালেন ‘বন্দি’ কণ্ঠশিল্পী নোবেল

মোহনা অনলাইন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল। মঞ্চে উঠে তিনি গান গেয়ে বন্দিদের মাতিয়ে তোলেন।

আজ ঈদের দিন, শনিবার (৭ জুন) বিকাল সাড়ে তিনটায় কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নোবেল তার জনপ্রিয় গানগুলো, যেমন ‘অভিনয়’, ‘ভিগি ভিগি’, এবং ‘সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে’, পরিবেশন করেন। তার কণ্ঠে গান শুনে অন্য বন্দিরাও আবেগে মেতে ওঠেন, যা এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

কারা কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এবার কোরআন তেলাওয়াত, আজান প্রতিযোগিতা, সীরাত কুইজ এবং ফুটবল খেলার মতো নানা কার্যক্রমও ছিল।

অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় গত ১৯ মে ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ। পরদিন আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button