
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, জাতীয় সংসদ নির্বাচন এপ্রিলে করার ঘোষণা সময়োপযোগী নয়। তিনি বলেন, সরকার নির্বাচন ইস্যুতে নিরপেক্ষতা হারাচ্ছে।
সোমবার (৮ জুন) এক অনুষ্ঠানে বলেন, ‘রমজান সংযমের মাস, এ সময় মানুষ নামাজ কালাম করে, এবং ঘূর্ণিঝড়ের সম্ভবনাও থাকে। সেইসঙ্গে পরীক্ষা শুরু হবে। তাই এ সময়ে নির্বাচন করা একেবারেই অসম্ভব।’
তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডিসেম্বরের পরে যাওয়ার কোনো যুক্তি নেই; সেপ্টেম্বর বা আগস্টের দিকে নির্বাচন করা যেতে পারে।’ আমীর খসরু বলেন, ‘এপ্রিলে নির্বাচনের সময়টা একেবারেই অযৌক্তিক। এটি কাদের স্বার্থে, সেই প্রশ্নও উঠছে। যদি এসব স্বার্থ অক্ষুণ্ন থাকে, তবে আগামী নির্বাচন এই সরকারের অধীনে সুষ্ঠু হবে কিনা সে সম্পর্কে প্রশ্ন থেকে যায়।’