Top Newsসংবাদ সারাদেশ

কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল

মোহনা অনলাইন

ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নেমেছে। পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজের প্রায় সবগুলোই বুকিং হয়ে গেছে।

৮ জুন সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজারে আসা শুরু করেছেন। তারা সাগরের নীল জলরাশি ও বিস্তৃত বালিয়াড়ি সৈকতে পরিবার নিয়ে ঘুরছেন। সৈকতে বসানো কিটকটগুলোও পুরোপুরি ভর্তি।

হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানিয়েছেন, ঈদের ১০ দিনের ছুটিতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। কুমিল্লা থেকে আগত সুদাইস বলেন, “ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সকালে কক্সবাজারে এসেছি। ডলফিন মোড়ে একটি হোটেলে উঠেছি, রুম ভাড়া একটু বেশি হলেও ভালো লাগছে।” ঢাকা থেকে আসা হুমায়ূন আজাদ জানান, “দীর্ঘদিনের পরিকল্পনা ছিল কক্সবাজারে আসার, অবশেষে পরিবারসহ এসেছি। সমুদ্রের পরিবেশ খুবই ভালো।” সিলেট থেকে আগত কামরুল বলেন, “এটি আমার প্রথম কক্সবাজার সফর। এত মানুষের সমাবেশ আগে কখনও দেখিনি।”

সৈকতে পর্যটকদের সেবা ও নিরাপত্তায় নিয়োজিত মাহবুব আলম বলেছেন, “সকাল থেকে লাখো পর্যটক কক্সবাজারে আসছেন। লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলীতে পর্যটকের ঢল নেমেছে।” নিরাপত্তা বিষয়ক সি সেফ লাইফ গার্ডের ইনচার্জ জয়নাল আবেদীন ভুট্টু জানান, “সমুদ্র সৈকত উত্তাল থাকায় নিরাপদ গোসলের স্থানগুলো হলুদ পতাকা দিয়ে চিহ্নিত এবং বিপজ্জনক স্থানগুলো লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।

অনেক পর্যটক নিয়ম মানছে না, যা আমাদের জন্য চ্যালেঞ্জ।” জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন নিশ্চিত করেছেন, “ঈদের ছুটিতে আগত পর্যটকদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button