আন্তর্জাতিক

আইফেল টাওয়ারকে ছাড়িয়ে গেল ভারতের চেনাব রেলসেতু

মোহনা অনলাইন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ রেলসেতু ‘চেনাব রেল ব্রিজ’-এর উদ্বোধন করেছেন। জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলার চেনাব নদীর ওপরে নির্মিত এই সেতুটি উচ্চতায় প্যারিসের আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে।

আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইস্পাত ও কংক্রিট দিয়ে তৈরি ১,৩১৫ মিটার দীর্ঘ এই সেতুর মূল আর্চ চেনাব নদীর পানি পৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার (১,১৭৭ ফুট) উঁচু—যা আইফেল টাওয়ারের (৩৩০ মিটার) চেয়ে ২৯ মিটার বেশি।

ভারতীয় রেলওয়ে জানিয়েছে, চেনাব সেতুটি আগামী ১২০ বছর টিকে থাকবে এবং ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগের ঝড়েও স্থির থাকবে। এটি ‘উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ (USBRL)’ প্রকল্পের অংশ, যা কাশ্মীর উপত্যকাকে প্রথমবারের মতো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে যুক্ত করার সুযোগ প্রদান করবে। এই ২৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথে অন্তর্ভুক্ত রয়েছে ৩৬টি সুড়ঙ্গ ও ৯৪৩টি সেতু।

প্রধানমন্ত্রী মোদি বলেন, এই প্রকল্প কেবল একটি প্রকৌশল সাফল্য নয়, এটি নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। আগামী ৭ জুন থেকে শ্রীনগর ও কাত্রার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই রেল সংযোগ কাশ্মীরের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিপজ্জনক পাহাড়ি পথের পরিবর্তে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াতের সুযোগ করে দেবে কাশ্মীরবাসীর জন্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button