ভারতে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে; গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন এবং ছয়জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
কেরালায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এরপর রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬,১৩৩ জন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ আক্রান্ত ব্যক্তি সুস্থ আছেন এবং বাড়িতে চিকিৎসা গ্রহণ করছেন।
হঠাৎ করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ায়, ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্তদের নজরদারিতে রাখা হচ্ছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ৬৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যদিও ২২ মে পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭ জন।
২০১৯ সালের শেষের দিকে চীনে শুরু হওয়া এই করোনাভাইরাস, যা কোভিড-১৯ নামে পরিচিত, তা পুরো বিশ্বকে বিপর্যস্ত করে দেয়।



