Top Newsজাতীয়

মধ্যরাতে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

মোহনা অনলাইন

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন। থাইল্যান্ডে চিকিৎসা শেষে তিনি রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর এক ঘণ্টা ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

ফ্লাইট টিজি-৩৩৯-এ করে ঢাকায় পৌঁছান আব্দুল হামিদ। ১টা ৪৫ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান এবং রাত পৌনে ৩টায় ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে, ৮ মে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককগামী ফ্লাইটে যাত্রা করেন। এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতনের পর অনেক দলীয় নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ তখন দেশে ছিলেন। ৯ মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি।

আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, যা গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে।

আবদুল হামিদ আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button