
ইসরায়েলের বন্দরে আটক হওয়া ‘ম্যাডলিন’ জাহাজটি আন্তর্জাতিক মানবিক সহায়তার অংশ হিসেবে গাজায় জরুরি ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এই জাহাজের ওপর ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের সমতুল্য বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংগঠনগুলো।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজটিকে ‘সেলফি ইয়ট’ বলে উপহাস করে একটি ভিডিও প্রকাশ করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন professor আদিল হক এবং মুসলিম অধিকার সংগঠন সিএআইআর-এর পক্ষ থেকে তীব্র সমালোচিত হয়েছে।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজে গাজার অবরোধ তুলে নেওয়ার দাবি করেন এবং বলেন, ইসরায়েল গাজার মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
জাহাজটিতে ১৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে মানবাধিকার কর্মীরা এবং সাংবাদিকরা অন্তর্ভুক্ত ছিলেন। তুরস্কের কর্মী সুয়াইব ওর্দুর স্ত্রী সুমেইরা মিত্তেলমিয়া তার স্বামীর নিরাপত্তার জন্য উদ্বিগ্ন।
জাহাজটি গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী ম্যাডলিনের নামে নামকরণ করা হয়েছে এবং এতে জরুরি চিকিৎসা সরঞ্জাম, খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা রয়েছে। ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে এটি, কিন্তু গাজার অবরোধের কারণে সেখানে প্রবেশ করতে পারেনি।
সার্বিকভাবে, এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক সহায়তা বিষয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে।